স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে খালেদা জিয়া


স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও কারাগারে নেয়া হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে তাকে আবারও কারাগারে নেয়া হয়।
বিএসএমএমইউ’র কয়েকজন চিকিৎসক খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। হাসপাতালে বেগম জিয়ার রক্ত পরীক্ষা ও এক্স-রে করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, কেবিন ব্লকের ৫১২ নম্বর কক্ষে স্বাস্থ্য পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশে খালেদা জিয়ার কয়েকটি এক্স-রে করা হয়েছে।
এদিকে, খালেদা জিয়া বিএসএমএমইউতে আসছেন এমন খবর পেয়ে ওই এলাকায় ভিড় করতে দেখা গেছে বিএনপি নেতা-কর্মীদের। একটা সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পাঁচজনকে আটক করা হয়েছে বলেছেন শাহবাগ থানার এক কর্মকর্তা।