দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. আবদুল হামিদ


নিউজ ডেক্স : বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. আবদুল হামিদ। আজ বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা রাষ্ট্রপতি আইন ১৯৯১ -এর ২৭ নং আইনের ৭ ধারা মোতাবেক মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আওয়ামীলীগের পক্ষে মনোনয়ন দাখিল করেন এবং প্রতিদন্ধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্ধীতায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের দিন ৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সকাল ১০ টা হতে অপরাহ্ন ৪ টা পর্যন্ত এই পদে মনোনয়ন পত্র পরীক্ষার পর একমাত্র বৈধ প্রার্থী আবদুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।