বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় জেলার বোদা উপজেলা পর্যায়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির। শনিবার সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে কয়েকজন শিশুর মুখে ক্যাপসুল তুলে দিয়ে তিনি ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াদ, বোদা উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা লুৎফুল কবির, বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ।
বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।