একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি,বিবেক ও ন্যায়বোধ উজ্জীবিত হয়ে বৈষম্যহীন মানবিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, এই স্লোগানে পঞ্চগড়ে জেলার সমস্যা ও সম্ভবনা নিয়ে জেলা প্রশাসকের কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে সার্কিট হাউজে শুরু হয়।
কর্মশালার প্রেজেন্টেশন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
কর্মশালার প্রথম দিনে অংশ নেয়া প্রশাসন, শিক্ষক,সাংবাদিক, এনজিওকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে ৬ টি গ্রুপে ভাগ করে,জেলার উন্নয়নে বর্তমান বিদ্যমান সমস্যাগুলো লিখিতভাবে চিহ্নিত করে নেওয়া হয়। দ্বিতীয়দিন আগামী শনিবার একই সময় ও স্থানে সম্ভবনা নিয়ে লিখতভাবে নেওয়ার কথা রয়েছে। পরবর্তীতে চুড়ান্তভাবে এক কর্মশালার আয়োজন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, পঞ্চগড়
সদর উপজেলা নির্বাহী অফিসার জাকের হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম প্রমূখ