Sat. Nov 23rd, 2024

মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে গোল চত্বরের দাবিতে সড়ক অবরোধ

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের বাস¯ট্যান্ড এলাকায় যাত্রী ছাউনী অপসারণ ও গোল চত্বর স্থাপনের দাবিতে সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করে রাখে। ফলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দেড় ঘন্টাকাল ব্যাপী সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা।এসময় গাংনী বাজারের ব্যবসায়ীরা বাসস্ট্যান্ড বাজারের যাত্রীছাউনী ও মালেক ফল ভান্ডার ও মিষ্টান্ন দোকান অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে সোচ্চার হয়ে বাসষ্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করে।এসময় কর্মসূচির নেতৃত্বে ছিলেন , গাংনী বাজার কমিটির নেতৃবৃন্দ ও গাংনী পৌর বিএনপির সেক্রেটারী মকবুল হোসেন মেঘলা।
ব্যবসায়ীরা বলছেন,গাংনী বাস¯ট্যান্ড এলাকায় জেলা পরিষদের মার্কেট রয়েছে। রোডস এন্ড হাইওয়ে ৪ লেন সড়ক নির্মাণ কাজের দায়িত্ব রয়েছে। সরকারের একনেকে পাশ হওয়া নকসা অনুয়ায়ী জেলা পরিষদের দুইএকটি দোকান ভেঙ্গে গোল চত্বর করার কথা থাকলেও মূল নকসা বাদ দিয়ে রোডস এন্ড হাইওয়ে নতুন নকসার মাধ্যমে জেলা পরিষদ মার্কেট উচ্ছেদ বাদ দিয়ে দায়সারা সড়ক নির্মাণ কাজ করছে। ফলে গোল চত্বর অর্থ্যাৎ সুন্দর যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।
বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাজারের সকল ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে অবস্থান কর্মসূচিতে যোগ দেয়। একপর্যায়ে তারা সড়কে প্রায় দেড় ঘন্টা ব্যাপী সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে জন দুর্ভোগের সৃষ্টি হয়।
এদিকে,মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ি গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা তাৎক্ষনিক ভাবে গাংনী বাস¯ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে,এবং মালেক ফল ভান্ডার আগামী ৭২ ঘন্টা বন্ধ রাখার আল্টিমেটাম দিয়ে অবরোধকারি ব্যবসায়ীরা অবরোধ তুলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।

Related Post

Leave a Reply