আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বিয়ের একদিন আগে সড়ক দুর্ঘটনায় সাগর হোসেন (২৫) নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। নিহত ওই যু^বক জেলার গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের কুঠিভাটপাড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে। যুবক সাগর বিয়ে করার জন্য গত ৫ দিন আগে সৌদি আরব থেকে বাড়ি ফিরেছেন।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা এতিমখানার নিকট সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান,আগামীকাল রবিবার মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে সাগর এর বিয়ের দিন ধার্য হয়। সে মোতাবেক আজ শনিবার সন্ধ্যায় সাগর গাংনী উপজেলা শহর থেকে বিয়ের পোশাক কিনে মোটরসাইকেলযোগে দ্রুত বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে চৌগাছা এতিমখানার নিকট একটি আলমসাধু গাড়ীকে ওভারটেক করে (পাশ কেটে) যেতেই সামনে থেকে আসা আরেক আলমসাধু গাড়ীর সাথে তার ব্যবহৃত মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। ওই ধাক্কায় সাগর সড়কে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন। পথচারী তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি বানী ইসরাইল নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সাগর হোসেন এর লাশ উদ্ধার করা হয়েছে।