আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :গাংনীতে উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং আসন ঈদুল ফিতর নির্বিঘ্ন ভাবে পালনের লক্ষ্যে পুলিশের নানা উদ্যোগ করার কথা উল্লেখ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপ পরিচালক মিজানুর রহমান, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, বিজিবির কাথুলী কোম্পানী কমান্ডার মিজানুর রহমান ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনর রশিদ , উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এসময় বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ , সিনিয়র সাংবাদিক অমিরুল ইসলাম অল্ডাম, বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন, বাজারের ব্যবসায়ী প্রতিনিধি সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।