আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :গাংনীতে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে, ‘জীবনকে ভালো বাসুন, মাদক থেকে দূওে থাকুন, মাদক বিষয়ে হয় সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন’ এই প্রতিপাদ্য ও শ্লোগানকে সামনে রেখে গাংনীতে মাদকে ক্ষতিকর দিক নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল ১১ টার সময় জেলা মাদকদৃব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপ পরিচালক মিজানুর রহমান, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, বিজিবির কাথুলী কোম্পানী কমান্ডার মিজানুর রহমান ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনর রশিদ , উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এসময় বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ , বাজার কমিটির সভাপতি , বাজারের ব্যবসায়ী প্রতিনিধি সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।