ঢাকাWednesday , 26 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইউনাইটেড কেমিক্যালে দুর্ধর্ষ চুরি আশেপাশে মাদসেবীদের আড্ডা

Mahamudul Hasan Babu
March 26, 2025 3:20 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মোহরা ভারি শিল্প এলাকায় পূর্বকোণ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যালস কারখানায় দুর্ধর্ষ চুরির ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও চোরের দলের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা।
গত সোমবার রাতে ইউনাইটেড কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যালস কারখানার জেনারেটর রুমের শার্টারের তালা কেটে বিদ্যুতের মূল্যবান তার কেটে নিয়ে যায় চোরের দল। যার মূল্য কয়েক লাখ টাকা। এই ঘটনায় গতকাল মঙ্গলবার কারখানার সুপারভাইজার তৌহিদুল আলম বাদী হয়ে চান্দগাঁও থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।
তবে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানিয়েছেন, চুরির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত চোরের দলকে গ্রেপ্তারের পাশাপাশি চোরাই বৈদ্যুতিক তার উদ্ধারে থানা পুলিশের একাধিক দল কাজ করছে।
সংশ্লিষ্টরা জানান, কারখানার পূর্বদিকে সিটি কর্পোরেশনের জায়গায় নালার উপর সীমানা দেয়াল ঘেঁষে অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকানের ছাদ থেকে চোরেরা দেয়াল ডিঙিয়ে ভেতরে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। টপকানোর সময় তারা দেয়ালের উপর নিরাপত্তামূলক ব্যবস্থা (কাঁটা তার) নষ্ট করে ফেলে। এরপর জেনারেটর কক্ষের মূল্যবান তার কেটে নিয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সন্ধ্যা হলেই ভাসমান দোকানগুলোতে বসে মাদকের আসর। আনাগোনা বেড়ে যায় মাদকসেবীদের। মাদকের টাকা জোগাড় করতে উঠতি বয়সী তরুণ- যুবকরা চুরি-ছিনতাই করে বেড়ায়। টহল পুলিশ এসব দেখেও রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে।
ইউনাইটেড কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যালসের প্রকৌশলী কল্যাণ বড়ুয়া তালুকদার জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে কাজ শেষে কারখানা বন্ধ করে যে- যার মতো চলে যায়। মঙ্গলবার সকালে এসে দেখা যায় জেনারেটর রুমের দরজার গ্রিলের তালা কাটা। ভেতরে জেনারেটরের সাথে থাকা প্রায় ১৭০ ফুট বৈদ্যুতিক তার নেই। চোরেরা কেটে নিয়ে গেছে। জেনারেটরের সাথে থাকা মূল্যবান এ ক্যাবলগুলো দুর্লভ। বাজারেও পাওয়া যায় না।
সোমবার সন্ধ্যা থেকে রাতের যে কোন সময় ঘটনাটি ঘটেছে উল্লেখ করে প্রকৌশলী কল্যাণ বড়ুয়া তালুকদার বলেন, এর আগেও কয়েকবার এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। শিল্প এলাকায় চোরের উপদ্রব থাকলেও এগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মাথাব্যথা আছে বলে মনে হয় না।