ঢাকাThursday , 27 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 গাংনীতে তামাক ঘরে অগ্নিকাণ্ড / লক্ষাধিক টাকার তামাক ভষ্মীভূত

Mahamudul Hasan Babu
March 27, 2025 12:15 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে তামাক ঘরে অগ্নিকাদের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার তামাক পুড়ে ভষ্মীভূত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লক্ষীনারায়ণপুর গ্রামের ভূক্তভোগী আবুল বাশার জানান, তামাক জ্বালানো প্রায় শেষের দিকে ছিল। হঠাৎ তামাক ঘরের পাইপ লিক হয়েই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড শুরু হওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যেই সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে অগ্নি নির্বাপনের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার তামাক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় চন্দন জানান, সন্ধার দিকে হঠাৎ শুনি হৈচৈ চলছে। ছুটে গিয়ে দেখি তামাক ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। স্থানীয় বেশ কয়েকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। পাঁচ মিনিটের মধ্যেই সকল কিছু পুড়ে শেষ।

স্থানীয়রা জানান, তামাকের আবাদে লাভ যেমন রয়েছে। উৎপাদন করতে খরচও তেমন হয়ে থাকে। এহেন অবস্থায় অগ্নিকাণ্ডে তামাকের ঘর পুড়ে যাওয়ায় আবুল বাশার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আবুল বাশারকে আর্থিক সহযোগিতা করে কিছুটা ক্ষতি পুষিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।