মনিরুজ্জামান সুমন: ঝিনাইদহের শৈলকুপা থানা গেটে চলে গাঁজার রমরমা ব্যবসা। থানা গেটের বাম পাশে চায়ের দোকানে গাঁজার ব্যবসা চলে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মাসুম খান ।
মঙ্গলবার বিকেলে থানা গেটের চায়ের দোকানী শারিরিক প্রতিবন্ধী অমল ঠাকুর (৬০) কে ১০ পুরিয়া গাঁজাসহ আটক করে পুলিশ।
আটক অমল কুমার ঠাকুর মনোহরপুর ইউনিয়নের হেতামপুর গ্রামের মৃত জিতেন কুমারের ছেলে।
এদিকে থানার গেটের চায়ের দোকান থেকে গাঁজা উদ্ধারের ঘটনাটি ভিন্নভাবে দেখছে সুশীল সমাজ ও সচেতন মহল।
অনেকেই বলছে খোদ থানার গেটেই যদি গাঁজার ব্যবসা চলে তাহলে শৈলকুপার অন্যান্য জায়গার কি অবস্থা? শুধুমাত্র মাদকের বিচরনই নয় আইনশৃঙ্খলা পরিস্থিতির নজিরবিহীন দশা।
থানার গেটে গাঁজা ব্যবসা চলে স্বীকার করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, থানা গেট থেকে ১০ পুরিয়া গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী অমল শারিরিক প্রতিবন্ধী। তিনি থানা গেটে দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হবে।
১০ পুরিয়া গাঁজাসহ আটক শারিরিক প্রতিবন্ধী বৃদ্ধ চায়ের দোকানী অমলকে শত্রুতা করে ফাঁসিয়ে দেয়া হতে পারে বলে একটি মহল দাবী করেছে।