আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসসেন সহয়োগিতায় থানায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা পরিষদ, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল ও ঝিকরগাছা বিএম হাই স্কুল সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল সরকারি, আধা সরকারি স্বায়ত্ত্বশাসিত ও বেসকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা মোড়ের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদে অনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
উক্ত আয়োজনের উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাহিদুল ইসলাম, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান, ইউডিএফ দুলাল পদ দেবনাথ, উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ইমদাদুুল হক ইমদাদ, উপজেলার মোবাইল কোর্টের পেশকার শহিদুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ঝিকরগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার আরো অনেকে।