ঢাকাFriday , 4 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত! 

Mahamudul Hasan Babu
April 4, 2025 12:04 pm
Link Copied!

বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুরে “মিনি জাফলং” নামে পরিচিতি পাওয়া বাঙালি নদীর ওপর নির্মিত জোড়গাছা ব্রিজের নিচে গোসল করতে নেমে সাদাত হোসেন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। সাদাত শেরপুরের আরডিএ ল্যাব স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং একই প্রতিষ্ঠানে কর্মরত পদার্থ বিজ্ঞানের শিক্ষক ইকবাল হোসেনে ও সুত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শানজিদা আক্তারের একমাত্র সন্তান ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদাত তার কয়েকজন বন্ধু নিয়ে জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীর মিনি জাফলংয়ে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। তার সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তা সফল হয়নি।

 পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাদাতকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, জোড়গাছা ব্রিজের নিচের নদীটি বেশ গভীর এবং স্রোতপ্রবণ, যা শীতকালে এবং বর্ষায় অধিক বিপদজনক হয়ে ওঠে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং আইনি প্রক্রিয়া শেষে সাদাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উক্ত ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।