এম এ শাহীন: রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালীতে ভ্রাম্যমান আদালতে এক মাদকাসক্তকে জরিমানা করা হয়েছে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দুপুর ২.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এসময় আনুমানিক বিকাল ৫.০০ ঘটিকায় তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের কাচনা শাহপাড়া গ্রামের নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় মৃত রাহমোতুল্লাহ পুত্র মো: লোকমান (৩৯), মাদক সেবনরত অবস্থায় আটক হন।
উপস্থিত জনসাধারণ জানায়, সে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আসামি নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় লোকমানকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুবেল রানা। আসামিকে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। নির্বাহী অফিসার রুবেল রানা জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।