ঢাকাWednesday , 9 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় সুষ্ঠ ভাবে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও ভুপালী সরকার

Mahamudul Hasan Babu
April 9, 2025 2:00 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : সারাদেশের সাথে একত্রি ভাবে আজ (বৃহস্পতিবার) থেকে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বসে নেই যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট, এসএসসি পাবলিক পরিক্ষা ও ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের সভাপতি ভুপালী সরকার। সরকারি নিয়মনীতি ফলোকরে গতকাল (বুধবার) সকাল ১১টার সময় সুষ্ঠ ভাবে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, আমাদের সন্তানরা তাদের মেধা মাধ্যমে তাদের অর্জিত ফলাফল সংগ্রহ করবে। তাদের সমস্যা হবে এমন কাজ থেকে আমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। নির্ধারিত সময়ে পরিক্ষা অনুষ্ঠিত হবে। পরিক্ষার বিষয়ে কোন প্রকার অনিয়মের কথা আমার নিকট গেলে আমি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা সবাই দায়িত্বে সাথে নিজ নিজ দায়িত্ব পালন করবেন
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও হল সুপর এএফএম সাজ্জাদুল আলমসহ আরও অনেকে।