ঢাকাWednesday , 9 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছা প্রেসক্লাবের আয়োজনে ইসরায়িলের বর্বরোচিত হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Mahamudul Hasan Babu
April 9, 2025 2:05 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের আয়োজনে ফিলিস্তিনের গাজায় ইসরায়িলের বর্বরোচিত হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের স্থানীয় বাসস্ট্যান্ডে হাজার হাজার সাধারণ জনতার উপস্থিতিতে সুষ্ঠ ভাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পরিচালিত হয়। এসময় বক্তারা বলেন, ইসরায়েলের এই গণহত্যা বন্ধের পাশাপাশি তাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে জোরালো অবস্থান নিতে হবে। ফিলিস্তিন রা ষ্ট্রের অস্তিত্ব কখনো বিলীন হবে না উল্লেখ করে গাজায় যা হচ্ছে, এটা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। গাজাকে নিজেদের দখলে নিতে ইসরায়েল এই নৃশং স হত্যাযজ্ঞ চালাচ্ছে। কিন্তু এটা স্পষ্ট, ফিলিস্তিন রাষ্ট্র কে সব সময় ফিলিস্তিনের গাজাকে গাজা হিসেবেই মানুষ চিনবে।
ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সার্বিক পরিচালনায় আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোর্তজা এলাহী টিপু, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশফাকুজ্জামান রনি, যশোর জেলা কর্ম পরিষদ সদস্য আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান, উপজেলা কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন,  সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা শাহাজাহান আলী, বিএনপি নেতা জাহিদুল ইসলাম সুমন, পৌর বিএনপি নেতা সাজ্জাদুল আলম লিটন, উপজেলা যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, যুগ্ম-আহবায়ক মির্জা রায়হান  আবু মুছা মিন্টু, উপজেলা ঔষধ কোম্পানি প্রতিনিধি সাব্বির আহম্মেদ, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান জসি, সদস্য তারিক মাহমুদ, জুলফিকার আলী ভুট্টো, সদস্য ও মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, সদস্য মহাসিন আলম, মোহাম্মদ আলী জিন্নাহ, কেএম ইদ্রিস আলী, রাফিউল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম জীবন, আলমগীর হোসেন আলম, সুমন হোসেন, আসাদুজ্জামান আসাদ সহ আরও অনেকে।
এসময় প্রেসক্লাবের সাথে একাত্মতা ঘোষনা করেন, মানবকল্যাণ ফাউন্ডেশন বেনেয়ালী, ফ্রেন্ডস টুয়েন্টি যুব সমবায় সমিতি লিঃ, শহীদ নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশন, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট উপজেলা শাখা, রূপান্তর কম্পিউটার সেন্টার ও পেন ফাউন্ডেশন, উপজেলা ও পৌর যুবদল, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, উপজেলা বিসিডিএস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ, উপজেলা ঔষধ কোম্পানি প্রতিনিধিগন, ইউনিটি ক্লাব বাংলাদেশ, উন্নয়ন ফরম, আশার আলো সংসদ, কাজী সমিতি, সেবা সংগঠন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, কেবল মিডিয়া, পাম্বিং শ্রমিক ইউনিয়ন, বাজার ব্যবসায়ী সমিতি, মৎস্য ব্যবসায়ী সমিতি, বাজার ফল দোকান ব্যবসায়ী সমিতি, বাজার কসমেটিকস দোকান মালিক সমিতি, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিস সহ আরো অনেক প্রতিষ্ঠান।