ঢাকাFriday , 11 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক- ১

Mahamudul Hasan Babu
April 11, 2025 9:37 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বিদেশি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
আটককৃত লাল্টু জেলার গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে লক্ষীনারায়ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে ৭.৬৫ মিমি সাইজের একটি বিদেশি পিস্তল ,দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন রওশন ও লেফটেন্যান্ট মিনহাজ এবং গাংনী থানা পুলিশের একটিদল। লাল্টু বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। আটককৃত লালটুকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।