মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দারা মশার উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মশা নিধনের কোন ওষুধ না ছিটানোর কারনে দিনের পর দিন মশা বৃদ্ধি পাচ্ছে। দিনের বেলাতেও মশারী খটাতে হচ্ছে। সন্ধ্যার পর হতে রাতভর পৌর এলাকার কোথাও স্থির থাকা সম্ভব হয় না। এমনকি সুযোগ পেলে অনেক সময় মুখের মধ্যেও মশা ঢুকে পড়ে। অন্যান্য বছরে এ সময়ে প্রতি সপ্তাহে মশা নিধনের ওষুধ ছিটানো হতো। এবারে তার ব্যতিক্রম। কারন এ বছর পৌর সভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। তিনি একাধারে পৃথক ৪ টি দপ্তরের দায়িত্ব পালন করায় কোন দপ্তরের কাজ যথাযথভাবে করতে পারছেন না। সব কিছুতেই তালগোল পাকিয়ে ফেলছেন। যে কারনে পৌর এলাকায় ময়লা আবর্জনার স্তুপ জমে যাচ্ছে। অন্যান্য সেবা হতেও বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। এলাকাবাসী জানায়,ঈদের কয়েকদিন পুর্বে নামমাত্র ১ দিন মাত্র প্রধান সড়কের ধার দিয়ে মশা নিধনের ওষুধ ছিটানো হলেও গতকাল রোববার বছরের শেষ দিনেও কোথাও ওষুধ ছিটানো হয়নি। যে কারনে পৌরবাসী অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।