ঢাকাTuesday , 15 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ

Mahamudul Hasan Babu
April 15, 2025 8:52 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরষ্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলার কাশিমপুর দারুল আমান সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা মাঠে ওই পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। পীরগঞ্জের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর পৃষ্ঠপোষকতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা শিক্ষন শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে স্কুল ব্যাগ প্রদান করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই পুরষ্কার বিতরন করা হলো।
এতে সভাপতিত্ব করেন সামছুল ইসলাম (ভারপ্রাপ্ত সুপার) কাশিমপুর দারুল আমান সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা।
ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত গাইবান্ধা জেলার অবসরপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্ত ডাঃ মাসুদার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবরা কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরনী কান্ত মন্ডল, কাশিমপুর দারুল আমান সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য আনিছুল আবেদীন, মিঠিপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ মুসা মিয়া, সাংবাদিক আকতারুজ্জামান রানা, সাংবাদিক শাহ্ মোঃ রেজাউল করিম প্রমুখ।
এ সময় দেড় শতাধিক শিক্ষার্থীরা পুরষ্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পৃষ্ঠপোষক রংপুর-৬ পীরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা এই প্রতিযোগিতা অব্যহত রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।