ঢাকাWednesday , 16 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর পাটকেলপোতা গ্রামে  বিএনপি’র সম্মেলনে কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

Mahamudul Hasan Babu
April 16, 2025 11:48 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামে ৬ নং ওয়ার্ড (পাটকেলপোতা চাঁদপুর, পাটাপোকা শিশির পাড়া) বিএনপি’র সম্মেলনে কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার বিকেলে পাটকেল পোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমবাগানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওয়ার্ড কমিটিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সামস্ ই আলম ও তাহাজ রহমান এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সকমান আলী ও জাফর আলী। কমিটি গঠনের শুরু থেকেই দুই গ্রুপের ভিতর পাল্টাপাল্টি অভিযোগ ওঠে উপস্থিত ভোটারদের ভিতরে আওয়ামী লীগের লোকজন আছে। পরবর্তীতে ভোটার রেজিস্ট্রেশন শেষে বহিরাগতদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার পর দুই গ্রুপের লোকজনদের ভিতরে শুরু হয় হাতাহাতি পরবর্তীতে রূপ ন্যায় সংঘর্ষ।

সংঘর্ষে উভয় গ্রুপের নেতাকর্মীরা আহত হয়। পরবর্তীতে কমিটি গঠন কার্যক্রম স্থগিত করা হয়।

এবিষয়ে মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেন, বিএনপি একটি বড় দল এখানে তৃণমূলে প্রতিনন্দিতা অনেক, আর এই প্রতিদ্বন্দ্বিতা থেকেই একটু সমস্যা হয়েছে। এটাকে বড় করে দেখার কিছু নাই।

আজকের এই ঘটনায় বিএনপি’র সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন, এটা তাদের অভ্যন্তরীণ গন্ডগোল। কে সভাপতি, কে সেক্রেটারি হবে এনিয়ে গন্ডগোল। আমাদের কোন বিষয় না। তিনি আরোও বলেন, পাটকেলপোতায় আমরা অনেক বড় ইফতার পার্টি করেছি, গত কালও একটা বড় প্রোগ্রাম করেছি। আমাদের কোন সমস্যা হয়নি।