চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সন্তান বাবর আলী নেপালের ভয়ংকর তুষারপ্রবণ ও খাড়া অন্নপূর্ণা-১ জয় করে ইতিহাসে নিজের নাম লেখালেন। দীর্ঘ ও দুরূহ অভিযান শেষে ১৫ এপ্রিল তিনি বাংলাদেশে ফেরেন। বুধবার এ উপলক্ষে বাবরের ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’এর আয়োজনে নগরের আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত হয় এক সাংবাদ সম্মেলন ও জাতীয় পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠান।
গতবছর এভারেস্ট ও লোৎসে জয় করেছিলেন তিনি। আর এবার সেই পর্বত, যা উচ্চতায় দশম হলেও কৌশলগত দিক থেকে দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর। খাড়া ঢাল, ক্ষণিকেই বদলে যাওয়া আবহাওয়া, আর আচমকা তুষারধস—এই সবকিছুকে পাশ কাটিয়ে পৌঁছেছেন চূড়ায়।
সাংবাদ সম্মেলন বাবর জানান, পৃথিবীতে আট হাজার মিটার বা তার বেশি উচ্চতার মোট ১৪টি পর্বত রয়েছে। আমি চাই একে একে সবগুলো জয় করতে। এই লক্ষ্যেই গত বছর এভারেস্ট ও লোৎসে এবং এবার অন্নপূর্ণা-১ জয় করেছি। যদিও অন্নপূর্ণা দশম সর্বোচ্চ, তবে টেকনিক্যালি এটি বিশ্বের সবচেয়ে কঠিন পর্বতগুলোর একটি। তিনি বলেন, সর্বোচ্চ চ্যালেঞ্জ ছিল ক্যাম্প-২ থেকে ক্যাম্প-৩ পর্যন্ত অংশে। পাথর খসে পড়া ও তুষারধসের আশঙ্কা সবসময় ছিল। সামিট পুশের দিন একটানা প্রায় সাড়ে ১৭ ঘণ্টা উপরের দিকে ওঠার পর চূড়ায় পৌঁছাই, এরপর ফিরে আসতে সময় লাগে আরও ৯ ঘণ্টা, মোট সাড়ে ২৬ ঘণ্টার এই যাত্রা ছিল শারীরিক ও মানসিকভাবে চরম পরীক্ষা।
অভিযানের ব্যবস্থাপক ও ক্লাবের সভাপতি ফরহান জামান বলেন, বাবরের ধারাবাহিক সফলতা প্রমাণ করে, উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে তিনি বিশ্বের মাত্র ৭১ জন পর্বতারোহীর তালিকায় নাম লেখাতে পারেন, যারা সব ১৪টি আট-হাজারি পর্বত জয় করেছেন।
ভার্টিক্যাল ড্রিমার্স’র উপদেষ্টা শিহাব উদ্দীন বলেন, আধুনিক বিশ্বে দেশকে ব্র্যান্ডিং করার শক্তিশালী মাধ্যম হলো অ্যাডভেঞ্চার স্পোর্টস। পর্বতারোহণের মতো চূড়ান্ত চ্যালেঞ্জ জয় করে বাবর দেখাচ্ছেন, আমরা আর শুধু ভেতো বাঙালি নই—আমরাও পারি পর্বতের মতো অটল হয়ে দাঁড়াতে।
সাংবাদ সম্মেলন বক্তব্য রাখেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজ্যুয়াল নিটওয়্যার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম-এর পরিচালক ব্রুনো লাক্রাম্প।
জানা গেছে, বাবরের এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে ভিজ্যুয়াল নিটওয়্যার্স লি., ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লি., এডিএফ এগ্রো, ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি. এবং ব্লুজে।
সাংবাদ সম্মেলন শেষে বাবর আলী ক্লাবের কর্মকর্তাদের হাতে জাতীয় পতাকা প্রত্যর্পণ করেন, যেটি নিয়ে তিনি একে একে জয় করেছেন এভারেস্ট, লোৎসে এবং সর্বশেষ অন্নপূর্ণা-১। তাঁর লক্ষ্য বাকি ১১টি আট-হাজারি পর্বতের চূড়ায়ও উড়ুক এই লাল-সবুজ পতাকা।