রূপসা প্রতিনিধিঃ রূপসায় মানবপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা গতকাল ১৭ এপ্রিল সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড দূতাবাস বাংলাদেশ ও উইনরক ইন্টারন্যাশনালের অর্থায়নে কারিতাসের প্রকল্প আশ্বাসের বাস্তবায়নে ও কারিতাসের
আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আলাইপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আল মামুন সরকার। প্রশিক্ষক হিসেবে ছিলেন কেস ম্যানেজার-সোস্যাল সার্ভিস অফিসার মিঃ লিমন রায়, সাইকোসোস্যাল কাউন্সেলর
কনিকা হালদার, কমিউনিটি মোবিলাইজার লাভিলিয়া মুক্তা। ইউপি সদস্য কাজি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তৃতা করেন ইউপি সচিব মোঃ নবীর হোসেন, ইউপি সদস্য আবু সালেহ লস্কর, আইরিন আক্তার, বিনোদিনী পাল, স্বপ্না রাণী পাল, শফিকুল ইসলাম ফকির, সাংবাদিক খান আঃ জব্বার শিবলী, বিনোদন কুমার, শামসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে ঘাটভোগ ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি গঠন করা হয়।