ঢাকাFriday , 18 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে বাড়ী থেকে অপহরণ করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

Mahamudul Hasan Babu
April 18, 2025 1:18 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বাড়ী থেকে অপহরণ করে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ওই ব্যক্তি উপজেলার শহরগ্রাম ইউপি’র বাসুদেবপুর গ্রামের মৃতঃ তারকানন্দ রায়ের ছেলে ভাবেশ চন্দ্র রায় (৫২)।
জানাগেছে, গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে একদল দূর্বৃত্ত ভবেশ চন্দ্র রায়কে তার বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে লাঠি পেটা করে রাত ১০ টার দিকে মুমূর্ষ অবস্থায় একটি ভ্যানযোগে বাড়ীর পাশে স্থানীয় ফুলবাড়ী হাটে পাঠিয়ে দেয় দূর্বৃত্তরা। পরিবারের লোকজন খবর পেয়ে ভবেশকে ওই অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বিরল থানা পুলিশ রাতেই মৃত ভবেশ চন্দ্র রায়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত ভবেশের পরিবারের পক্ষথেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।