ঢাকাSaturday , 19 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার

Mahamudul Hasan Babu
April 19, 2025 4:33 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর জেলার শিবচরে যৌথবাহিনীর অভিযানে ২শত ১৫ পিচ ইয়াবা ও ৪ টি ককটেল উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিম এসে উদ্ধারকৃত ককটেল বোমা নিস্ক্রিয় করে।
পুলিশ জানায়, শুক্রবার (১৮ এপ্রিল) দিনগত গভীর রাতে সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশ উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার কুদ্দুস হাওলাদারের বাড়ি থেকে ইয়াবা ও ককটেল উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে যাদুয়ারচর এলাকার কুদ্দুস হাওলাদারের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযান টের পেয়ে ভাড়াটিয়ারা পালিয়ে যায়। পরে একটি কক্ষ থেকে ৪ পিচ ককটেল বোমা ও ২শত ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে যৌথ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক একজন চিহ্নিত মানবপাচারকারী। তিনি লিবিয়া হয়ে ইতালিতে লোক পাঠান। তিনি বাড়িতে না থাকলেও বাড়িটি ভাড়া দেয়া ছিল।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রতন শেখ বলেন, ‘দরজা ভেঙে ভেতরে ঢুকে ইয়াবা ও ককটেল বোমা উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিম এসে ককটেল বোমা নিস্ক্রিয় করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’