ঢাকাSaturday , 19 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পেঁয়াজের ঝাঁঝ বেড়েছে

Mahamudul Hasan Babu
April 19, 2025 4:36 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একের পর পেঁয়াজের ঝাঁঝ বেড়েছে। গেল এক সপ্তাহের ব্যবধানে পাইকারিতে জাত ভেদে পণ্যটির দাম বেড়েছে ১৩ থেকে ১৮ টাকা পর্যন্ত। ঈদের পর খাতুনগঞ্জে জাত ভেদে ২০ থেকে ৩৩ টাকা দরে বিক্রি হয়েছিল পেঁয়াজ। তবে খাতুনগঞ্জে নিম্নমুখী দাম ভারতীয় রসুনের। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা কমেছে পণ্যটির দাম।
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার-সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ঈদের পর কয়েকদিন স্থিতিশীল ছিল বাজার। তবে গেল কয়েকদিন কিছু পণ্যের দাম বেড়েছে। এরমধ্যে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৩ থেকে ২০ টাকা বেড়েছে। তবে রসুনের দাম নিম্নমুখী।
খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, হালি পেঁয়াজ কেজিপ্রতি ৪৫ এবং মেহেরপুরি পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খাতুনগঞ্জে। অর্থাৎ দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে পণ্যটির দাম। তবে বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দেখা মেলেনি খুব একটা। কয়েকটি দোকানে ভারতীয় পেঁয়াজের দেখা মিললেও দামও ছিল চড়া। খাতুনগঞ্জে পাইকারিতে ৫২ থেকে ৫৩ টাকা দরে পণ্যটি বিক্রি করছেন ব্যবসায়ীরা। আর ২০ টাকা কমে পাইকারিতে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রসুন।
এদিকে কুরবানির ঈদ ঘিরে চাহিদা বাড়ে মশলাজাত পণ্যের। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়েছে জিরার দাম। খাতুনগঞ্জে ৬১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পণ্যটি। অন্যান্য মশলাজাত পণ্যের মধ্যে এলাচ ৪ হাজার ৪২০ এবং দারুচিনি ৩৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।