বোদা পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের বোদায় ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনের দ্বিতীয়ত তলায় ফিতা কেটে এই ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াদ,বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন প্রমুখ।
ডে-কেয়ার সেন্টার উদ্বোধন শেষে জেলা প্রশাসক বোদা উপজেলা ভূমি অফিসে ভূমি কর্পোরেট সেবার উদ্বোধন করেন।