ঢাকাSunday , 20 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষকদের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

Mahamudul Hasan Babu
April 20, 2025 12:35 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষদের মাঠে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম (এফটিও) অনুষ্ঠিত হয়েছে।
ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সম্প্রতি উপজেলার ঢেলপীর মাঠে অনুষ্ঠিত হয়। ৫০ জন কৃষক-কৃষাণী নিয়ে বাস্তবায়িত এই কর্মসূচীটি ইতোমধ্যেই কৃষি প্রেমীদের মাঝে ব্যপক সাড়া জাগিয়েছে।
জানাগেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত পার্টনার প্রোগ্রামের আওতায় বিভিন্ন নামে ২ একরের ক্লাস্টার প্রর্দশনী বাস্তবায়ন করা হচ্ছে। বøক, ক্লাস্টার প্রর্দশনী বাস্তবায়নের পরে গতানুগতিক প্রকল্পের মাঠ দিবসের অনুরুপ একটি বিশেষ কর্মসূচী বাস্তবায়ন করছে কৃষি বিভাগ। যার নামকরণ করা হয়েছে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
জাত, ফলাফল, কৃষিপ্রযুক্তি, রোগ-পোকা এবং বিশেষ বৈশিষ্ট্য সব কিছুই উঠে আসে এই ওরিয়েন্টেশনে। চলমান মৌসুমেই হিসেব করলে দেখা যাবে ব্রিধান ২৮ ও ২৯ এর আবাদ অনেটাই কমে এসেছে। আর সে জায়গা দখল করে নিয়েছে ব্রিধান ৮৮, ৮৯, ১০০, ১০২ ও ১০৪ ইত্যাদি আধুনিক জাতের ধান। পানি সাশ্রয়ী, স্বল্পজীবন, উচ্চ ফলনশীল, তুলনা মূলক রোগ-পোকা প্রতিরোধী এসকল জাত ও প্রযুক্তি বিস্তারে পার্টনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রামটি কৃষকদেন নিয়ামত হিসাবে কাজ করছে বলে অনেক কৃষক জানিয়েছেন। জেলা সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিজ্ঞানীদের পদচারণায় ও আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারে এই কার্যক্রম বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে।