ঢাকাMonday , 21 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূঞাপুরে মাদরাসার মুহতামিমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

Mahamudul Hasan Babu
April 21, 2025 12:02 pm
Link Copied!

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইলের ‘সারপলশিয়া মদিনাতুল উলুম মডেল মাদরাসা’র মুহতামিম জাহিদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে মামলা হয়েছে। এনিয়ে সম্প্রতি টাঙ্গাইল আদালতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আব্দুর রাজ্জাক।

জানা যায়, ২০২১ সালে মাদরাসাটি প্রতিষ্ঠাকালীন সময়ে জাহিদুল ইসলামকে মুহতামিমের দায়িত্ব দেয় মাদরাসা কর্তৃপক্ষ। সেখানে ৩ বছর দায়িত্বে থাকা সময়ে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি মাদরসার সহকারী শিক্ষক ও কর্মচারীদের নজরে আসলে কর্তৃপক্ষকে জানান তারা।

এনিয়ে পরিচালক জাহিদুল ইসলামের কাছে হিসাব চাইলে নানা তিনি অজুহাত দেখায়। একপর্যায়ে জাহিদুল ইসলাম পরিচালক (কর্তৃপক্ষকে) কোনো হিসাব না দিয়ে ও মাদরাসার কাউকে না জানিয়ে মাদরাসার কাগজপত্রসহ কয়েক মাসের বেতন ও ভর্তির টাকা নিয়ে মাদরাসা থেকে চলে যায়।

শিক্ষার্থীরা জানান, জাহিদুল হুজুর মাদরাসা থেকে চলে যাওয়ার সময় বই ও ব্যাগ পাশের আরেকটি নতুন মাদরাসায় নিয়ে ভর্তির জন্য চাপ সৃষ্টি করে এবং অর্ধশত শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নিয়ে যায়।

মাদরাসার শিক্ষকরা জানান, মুহতাতিম জাহিদুল ইসলাম তিন বছরে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার ভয়ে কর্তৃপক্ষকে অনিয়মের কথা বলতে পারতাম না। ভর্তি ফি, বই কেনা বাবদ ও পরীক্ষার ফিসহ শিক্ষার্থীদের থেকে নেয়া বেতনের টাকা ঠিকমতো বুঝিয়ে না দিয়ে গত মার্চ মাসে মাদরাসা থেকে চলে যায়।

এ প্রসঙ্গে মাদরাসার সাবেক মুহতামিম জাহিদ ইসলাম বলেন, পরিচালকের বিরুদ্ধেও আমার অভিযোগ আছে। এসব বিষয় মোবাইলে বলা সম্ভব না। আসেন, সাক্ষাতে কথা বলব।

পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, মুহতামিমের কাছে একাধিকবার বিভিন্ন সময়ে হিসাব চাইলে তিনি অজুহাত দেখায় এবং তালবাহনা করতে থাকে। গ্রাম্য সালিশেও বিষয়টি সমাধান হয়নি। পরে তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমারতের কাছে মামলার বিষয়ে জানতে চাইলে তিন বলেন, ওই মাদসারার সাবেক মুহতামিমের বিরুদ্ধে মামলার তদন্তের দায়িত্ব পেয়েছি।

ক্যাপশন: টাঙ্গাইলের ভূঞাপুরে সারপলশিয়া মদিনাতুল উলুম মডেল মাদরাসা।