ঢাকাMonday , 21 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু 

Mahamudul Hasan Babu
April 21, 2025 12:19 pm
Link Copied!

একেএম বজলুর রহমান,পঞ্চগড়ের দেবীগঞ্জে ড্রাম্প ট্রাক মেরামতের সময় রুবেল ইসলাম নামে এক মটর মেকানিক নিহত হয়েছে। এসময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছে। ২১ এপ্রিল  সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দেবীগঞ্জ ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ইসলামের বাড়ি ভোলা জেলার সদর উপজেলার রামদাসপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামে। তার বাবার নাম কালু মিয়া। রুবেল ইসলাম তার বোনের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলায় থেকে মেকানিকের কাজ করতেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ২ জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ইসলামকে মৃত ঘোষণা করে। হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুলসী রানী জানায়, দুই জনকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন মৃত ছিলেন, আরেক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়েছে। দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, নীলফামারীর ডোমার উপজেলা থেকে একটি ডাম্প ট্রাক মেরামতের জন্য দেবীগঞ্জের আব্দুলপুর এলাকায় রুবেল নামে এক মেকানিকের দোকানে আনা হয়। সেখানে কাজ করার সময় ট্রাকের বডির একটি অংশ পাশের পল্লী বিদ্যুৎ বিভাগের ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে রুবেল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় ট্রাকের সহকারী হাবিব। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।