মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের অফিস কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরিফ আহমেদ, সদস্য মিজানুর রহমান, আলামিন ইসলাম, আসাদুর রহমান লিটন, তামিম হোসেন, সাইদুর রহমান জিকো। সভায় প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করা সহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।