ঠাকুরগাঁও প্রতিনিধি:- দেশ অস্বাভাবিক অবস্থায় রয়েছে। রুলার সরকার না থাকার কারনে অন্তবর্তী সরকারে অনেক ধরনের সমস্যা হচ্ছে৷ ব্যবসায়ীরা বিভিন্ন রকমের অসুবিধায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ পুন:নির্মাণ কাজের উদ্বোধনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি৷
মহাসচিব বলেন, ব্যবসায়ীদের এমন অবস্থায় মসজিদ পুনঃনির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে। তবুও আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, আল্লাহর সাহায্যে আমরা এই কাজ শেষ করতে পারবো।
মসজিদ নির্মাণের কাজের শৈশবের স্মৃতি নিয়ে তিনি বলেন, এ মসজিদের কাজ যখন শুরু হয় আমরা হাই স্কুলে পড়তাম৷ ছাত্ররা লাইন ধরে এসে মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলাম। ইট বহন ও বস্তা বহনের কাজ করেছিলাম।
বক্তব্যের শেষাংশে মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি৷ এসময় মসজিদের সভাপতি মির্জা রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পুন:নির্মাণ কমিটির আহবায়ক ডা আবু মো খয়রুল কবির, হাফেজ রশিদ আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে পুন:নির্মান করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের কাচারী জামে মসজিদ। এই বহুতল ভবনের মসজিদটি জেলার অন্যতম প্রধান ধর্মীয় ও স্থাপত্যিক কেন্দ্র হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।