ঢাকাWednesday , 23 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে গৃহবধূ নির্যাতনের শিকার ॥ স্বামীর বিরুদ্ধে অভিযোগ

Mahamudul Hasan Babu
April 23, 2025 12:24 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে একগৃহবধু কে বেধড়ক মারপিট করে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে স্বামী থানায় অভিযোগ। ঘটনাটি ঘটেছে ২০ এপ্রিল উপজেলার চতরা ইউনিয়নের অনন্তপুর গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা চতরা সোনাতলা গ্রামের নুরুল ইসলামের কন্যা নুর নাহার বেগম কে গত ১০ বছর আগে অনন্তপুর (সাত আনা) গ্রামের এমাজ উদ্দিনের ছেলে জুয়েল রানা সাথে বিবাহ হয়। তাদের ঘরে ২ জন সন্তানও রয়েছে। ঘটনার দিন জুয়েল রানা তার মোবাইল ফোনে অন্যমেয়ের সাথে কথা বলে। স্ত্রী তার স্বামীর মেবাইলে কথাগুলো রেকর্ড করে। বিষয়টি স্বামী টের পেয়ে স্ত্রীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। দুই পা এবং সমস্ত শরীরে রক্তাক্ত জখম অবস্থায় বাবার বাড়িতে পাঠিয়ে দেন জুয়েল রানা। অসুস্থ নুর নাহারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন বাবা নুরুল ইসলাম। বিষয়টি নিয়ে অই দিনেই স্বামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় অভিযোগ দেন নুর নাহার বেগম।
নুরুল ইসলাম ও তার পরিবারের লোকজন জানান, বিবাহের পর থেকেই মেয়েকে একাধিক বার মারপিট ও নির্যাতন করে আসছে জামাই জুয়েল। এ বিষয়ে গ্রামে কয়েকবার বৈঠক করেও মেয়ের নির্যাতন একটুও কমেনি। ঘরে স্ত্রী থাকার স্বত্বেও সে পরকীয়া নিয়ে ব্যাস্থ। অবৈধ সম্পর্কের কথা বললেই মেয়ে কে মারপিট করে জুয়েল আমরা তার বিচার চাই।
অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পীরগঞ্জ থানার এ এস আই মোয়াজ্জেম হোসেন।