ঢাকাFriday , 2 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রতারণা মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে

Mahamudul Hasan Babu
May 2, 2025 4:27 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:টাকা নিয়ে জমি দলিল করে না দেয়ার ঘটনায় প্রতারণা মামলায় সমবায় কো-অপারেটিভ ব্যাংক কর্মকর্তা কাজী জমিস উদ্দিন অপু কাজীকে কারাগারে পাঠিয়েছে আদালত। ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেনের মামলায় ওই ব্যাংক কর্মকর্তা আদালতে বৃহস্পতিবার হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার। ব্যাংক কর্মকর্তা অপু কাজী মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিন ডাসার গ্রামের আলাউদ্দিন কাজীর ছেলে।

মামলা ও বাদীর পরিবার সূত্রে জানা গেছে, সমবায় কো-অপারেটিভ ব্যাংক কর্মকর্তা কাজী জমিস উদ্দিন অপু কাজী ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেনের কাছ থেকে ৩৭ শতাংশ জমি বিক্রয় বাবদ ছত্রিশ লাখ টাকা নেন। কিন্তু ওই ব্যাংক কর্মকর্তা জমি দলিল না দিয়ে ঘুরাতে থাকে। তাকে বারবার জমি দলিল করে দেয়ার কথা বললে তিনি দেই দিচ্ছি করছে। দীর্ঘদিন হয়ে যাওয়ায় এবং ব্যাংক কর্মকর্তা জমি দলিল করে দিবে না এটা বুঝতে পেরে সাবেক চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন বাদী হয়ে মাদারীপুুর আদালতে একটি প্রতারণার মামলা করেন। এই মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে ব্যাংকার জসিম উদ্দিন অপু জামিন চাইলে মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ন কবির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
মামলার বাদী ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন বলেন, আমি অপু কাজীর কাছ থেকে জমি কিনেছি। আমার কাছ থেকে জমির টাকাও নিয়েছে। কিন্তু আমাকে জমি দলিল করে দিচ্ছে না। তাই আমি প্রতারণার মামলা করেছি। আমি আমার ক্রয়কৃত জমির দলিল চাই আর আমার সাথে অপু যে প্রতারণা করেছে তার বিচার চাই।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এহতেশামুল হক বলেন, মামলাটি হয়েছে আদালতে। আদালত জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠিয়েছে এটুকুই আমি শুনেছি। আদালত তদন্তের নির্দেশ দিলে আমরা তদন্ত করে আদালতে রিপোর্ট দিব।