ঢাকাFriday , 2 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পতাকা বৈঠক অনুষ্ঠিত বিরল সীমান্তে বাংলাদেশি ২ কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ। জনতা কর্তৃক আটককৃত ভারতীয় ২ নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি।

Mahamudul Hasan Babu
May 2, 2025 4:38 pm
Link Copied!

এম,এ কুদ্দুস  বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি ২ কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সেই সাথে জনতা কর্তৃক আটককৃত ভারতীয় ২ নাগরিককেও ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাত ৬ টা ৪০ এর সময় উপজেলার ধর্মজইন সীমান্তে উভয় দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ২ দেশের নাগরিকদের বিজিবি ও বিএসএফ একে অপরের কাছে হস্তান্তর ও গ্রহন করেন।
এব্যাপারে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২ মে ২০২৫ তারিখ আনুমানিক সাড়ে ১১ টার সময় দিনাজপুর ব্যাটেলিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার পিলার ৩২০ এর সাব পিলার নং ১০ এস এর নিকট বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের কারুলিয়াপাড়া সীমান্ত এলাকার শূন্য লাইনের নিকটবর্তী নিজস্ব জমিতে ৮-১০ জন বাংলাদেশী নাগরিক ধান কাটছিল। এক পর্যায় তারা শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ধান মাড়াই এর কাজ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করলে দুইজন বাংলাদেশী নাগরিক কারুলিয়াপাড়া গ্রামের ইসরাইলের ছেলে এনামুল হক (৫৫) ও একই গ্রামের এনামুল হকের ছেলে মাসুদ (২৭) কে ৯১ ব্যাটালিয়ন বিএসএফ এর কাটাবাড়ী বিএসএফ ক্যাম্পের কর্মরত সদস্যগন আটক করে। এ সময় অন্যান্যরা চলে আসতে সক্ষম হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী সীমান্তবর্তী এলাকায় নিজস্ব জমিতে কাজ করার সময় দুইজন ভারতীয় নাগরিক ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের লূর্ধু সরেন এর ছেলে ফিলিপ সরেন (৩৫) এবং সুরেন টুডুর ছেলে অভিনাথ (২৫) কে আটক করে বিজিবি এর টহল দলের নিকট হস্তান্তর করে।
বর্ণিত ঘটনার প্রেক্ষিতে অধিনায়ক দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি কর্তৃক কমান্ড্যান্ট এবং ভারতের ৯১ ব্যাটেলিয়ন বিএসএফ এর সাথে সমন্বয়ের মাধ্যমে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায় রাত (১৮.৪০) ৬ টা ৪০ এর সময় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উভয় দেশের নাগরিকদের হস্তান্তর ও গ্রহণ করা হয়।