একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি কাজে বাধা, ভোট কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিষ্টেট, বিজিবির গাড়ি ও বিজিবির রিক্যুইজিশন নেয়া গাড়ি ভাংচুর মামলায় আওয়ামী লীগের নেতাসহ ২ জনকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শাহীন। সে সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলামের ছেলে। অপরজন মিন্টু ইসলাম। তার বাড়ি ফার্মগেট এলাকায়। সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
মিন্টু ইসলাম দেবীগঞ্জ পৌরসভার সাবেক গাড়ি চালক। ১ অক্টোবর গভীর রাতে তাদের বাড়ি হতে আটক করা হয়।
দেবীগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (২য় ধাপ) দামানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম আজম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেছিলেন। চলতি বছরের ২১ মে সন্ধ্যায় গোলাম আজম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলায় দামানী গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে দীনবন্ধু রায় ও বন্দিরাম এলাকার রাজ কুমার রায়ের ছেলে মিঠুন রায়কে আসামী করে এবং আরও অজ্ঞাতনামাদের নামে মামলা করা হয়।
মামলার এজাহারে জানা যায়, উপজেলা পরিষদের নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে ওই ভোট কেন্দ্রের নির্বাচন শেষ হয়। তারপর ভোট গননাও শেষ করা হয়। ভোট গননা শেষে ফলাফল বিবরনী প্রস্তুত করা কালীন সময়ে আসামীদ্বয়সহ অজ্ঞাতনামা আসামীগন অজ্ঞাতনামা আসামীর প্ররোচনায় ও উস্কানীতে ভোটের ফলাফল ভোট কেন্দ্রে প্রকাশ না করে উপজেলায় সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিয়ে ফলাফল প্রকাশ করবে মর্মে বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে হাতে লাঠি সোটা, ইট পাটকেল নিয়ে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে ভোট কেন্দ্র ঘেরাও করে৷
পরে এ খবর উপজেলা রিটার্নিং অফিসার ও পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে পুলিশের টিম, বিজিবির টহল টিম ও বিজ্ঞ ম্যাজিষ্টেট তাদের উদ্ধার করতে ভোট কেন্দ্রে যান। সেখানে তারা যাওয়ার পর তাদের উপস্থিতিতে ভোট কেন্দ্রের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করে। ফলাফল ঘোষণা করার পর মালামাল নিয়ে রিটার্নিং কার্যালয়ে জমা দেবার উদ্দেশ্যে নির্বাচনী মালামালসহ উপস্থিতি হওয়া মাত্রই ভোট কেন্দ্রের সরঞ্জামসহ ব্যালেট বাক্স, ব্যালেট পেপার ছিনতাই করে নেয়ার জন্য সরকারি কাজে বাধা প্রদান করতঃ তাদের উপর হামলা করে৷
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব
আবু আউয়াল, বিজিবির টহল ইনচার্জ জাকির হোসেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করে। পরে উত্তেজিত জনতা দাঙ্গা সৃষ্টির জন্য ইট পাটকেল ও বাঁশের লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এতে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহকারী জাহাঙ্গীর আলমসহ ৫জন আহত হন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা নির্বাচনে সরকারি কাজে বাধা দান ও গাড়ি ভাংচুর মামলায় ২জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।