ঢাকাSunday , 4 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ভয়াবহ আগুনে নিঃস্ব পরিবার, দগ্ধ দম্পতি হাসপাতালে

Mahamudul Hasan Babu
May 4, 2025 10:18 am
Link Copied!

নাটোর প্রতিনিধি:নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ী গ্রামে শনিবার (৩ মে)গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এক পরিবারের বসতঘর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান।
ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা মৃত মেছের আলীর ছেলে বাবু (৪০) এবং তার স্ত্রী পারভিন আগুনে দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা নাটোর সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান ও সাবেক ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান মন্ডল জানান, আগুনে বাবুর ঘরের ৯টি ছাগল, নগদ ৩ লাখ টাকা, ফ্রিজ, চাল, গম, ভুট্টাসহ ঘরের সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটির সদস্যরা বর্তমানে শুধুমাত্র পরনের পোশাক নিয়ে বেঁচে আছেন।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিম। এছাড়াও সহানুভূতি জানাতে উপস্থিত হন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন শিকদার, জামায়াত নেতা শাহনেওয়াজ মন্ডল মামুন রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসীর অভিযোগ, ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও মানবিক সহযোগিতার জোর দাবি জানিয়েছেন।