ঢাকাSunday , 4 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের খড়মপুর ও পাকুড়িয়া সড়কে ককটেল ফাটিয়ে ছিনতাই

Mahamudul Hasan Babu
May 4, 2025 10:20 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের খড়মপুর ও পাকুড়িয়া গ্রামের মধ্যবর্তি সড়কে রাতে পথচারীদের গতিরোধ করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা পরপর ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
শনিবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটে ঘটে।
স্থানীয়রা জানান,রাতে ব্যবসা শেষে এক বেকারি ব্যবসায়িসহ কয়েকজন ব্যক্তি বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে খড়মপুর-পাকুড়িয়া গ্রামের মধ্যবর্তি সড়কে ৪-৫জনের একদল ছিনতাইকারি অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে। এসময় পথচারীদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। এবং একজন বাইসাইকেল আরোহীকে গাছের সাথে বেঁধে রাখে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীদের অবস্থান বুঝতে পেরে এক মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে পালিয়ে যায়। ওই মোটরসাইকেল আরোহীকে ধরতে ছিনতাইকারীরা ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সেই সাথে ঘটনাস্থল ত্যাগ করে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
ককটেল বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ছিনতাইকারীদের সনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।