পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলায় ভারতীয় দুই নাগরিকের বিরুদ্ধে ভূয়া কাগজপত্র তৈরী করে জাতীয় পরিচয় পত্র নেওয়া অভিযোগ উঠেছে।
অভিযুক্তরা হলেন ভবেন্দ্র নাথ রায় প্রধান ও বজেন্দ্র নাথ রায় প্রধান।
এঘটনায় ভারতীয় ওই দুই নাগরিকের জাতীয় পরিচয়পত্র বাতিলের জন্য সুপারিশ করেছেন উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম।
জানা যায়, ভারতীয় ওই দুই নাগরিকের বাবা-দাদার জমি আছে দেবীগঞ্জের গাজোকাটি এলাকায়। তারা
ভূয়া কাগজপত্র তৈরী করে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ, হোল্ডিং ট্যাক্সের কাগজ, ইউনিয়নে বসবাস করে মর্মে প্রত্যয়নপত্র ও নাগরিকত্ব সনদ নেয়। পরে বোদা নির্বাচন অফিস তাদের যাবতীয় কার্যক্রম শেষ করে গত ১১ ডিসেম্বর জাতীয় পরিচয়পত্র নেন।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানা যায়, এ নামের কোন ব্যক্তি কোনদিন এলাকায় ছিলোনা।
মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম বলেন, জন্ম নিবন্ধন রেজিস্ট্রার খাতা অনেক পুরাতন একজনের নামে মিল পাওয়ায় সে জালিয়াতি করে জন্ম নিবন্ধন করে নিয়েছে। আমরা নির্বাচন অফিসে আইডি কার্ড বাতিলের জন্য আবেদন করেছি।
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাচনের অফিসের সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাশেদ খান বলেন, এটা আমরা কমিশনে লিখেছি, তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।