জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর আদালত চত্বরে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ ২ দফা দাবিতে কর্মচারীরা আদালত চত্বরে সোমবার সকাল সাড়ে ৯ থেকে ১১ টা পর্যন্ত ২ ঘন্টা কর্ম বিরতি পালন করেন।
এ সময় দাবী আদায়ের জন্য বক্তব্য রাখেন প্রধান তুলনাকারী ও সহ-সভাপতি রত্না রানী কুন্ডু, প্রধান তুলনাকারী সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জালাল উদ্দিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে বৈষম্য দূর করে স্বতন্ত্র নিয়োগবিধি প্রনয়নের দাবী জানান।