ঢাকাTuesday , 6 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমিরহাটে ছাত্রলীগ নেতাকে আটক করে বড়বাড়ী ইউনিয়ন  ছাত্রদল। 

Mahamudul Hasan Babu
May 6, 2025 5:13 am
Link Copied!

রবিউল ইসলাম লালমনিরহাট বড়বাড়ী ইউনিয়ন ছত্রদল কর্মীরা লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন বাজার থেকে রোকনুজ্জামান রোকনকে আটক করে পুলিশে সোপর্দ।
আটককৃত ছত্রলীগের নেতা রোকনুজ্জামান রোকন সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি ওই ইউনিয়নের মোস্তফী বাজার অঞ্চলের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন যে নিষিদ্ধ ছত্রলীগের নেতা রোকনুজ্জামান রোকন রবিবার রাতে বাজার থেকে ফিরে আসছিলেন। সেই সময় বড়বাড়ির ছত্রদলের নেতারা আটক করেছিলেন।আটক হওয়া রোকনুজ্জামান আওয়ামী লীগের ক্ষমতার সময় অনেক নিরীহ সাধারণ মানুষকে নির্যাতন ও হয়রানি করেছিলেন। সেই অভিযোগে তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট সদর থানা অফিসার -ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যে সদর উপজেলার মহেন্দ্রনগর বিএনপির কার্যালয় ভাঙচুর ঘটেছে সেই মামলার অজ্ঞাত অভিযুক্ত ছাত্রলীগ নেতা রোকনুজ্জামানকে স্থানীয়রা আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।