ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার (০৬ মে) মির্জা রুহুল আমিন স্মৃতি টি২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন উপলক্ষে দুপুর পৌনে তিনটায় শহরের কালিবাড়ি তাতিপাড়ায় এক সংবাদ সম্মেলন করেন ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. নূর-এ-শাহাদৎ স্বজন।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্টকে সাফল্য মন্ডিত করা জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি জানান, আগামী ৮ ই মে দুপুর ১২ টায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রহুল আমিন স্মৃতি টি২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে ঢাকা, পাবনা, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও ঠাকুরগাঁও জেলার ১৬টি দল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় প্রথম দিনে অংশগ্রহণ করবেন ঠাকুরগাঁও ইয়ুথ ক্লাব বনাম দিনাজপুর ডোমিনেটর্স। পরে প্রতিদিন ৪টি করে দলের খেলা অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলার সাম্ভব তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে। তবে এই তারিখটি পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।
ঠাকুরগাঁওয়ে ক্রিকেটের উন্নয়ন এবং ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য উল্লেখ করে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে বয়স ভিত্তিক খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে ভূমিকা রাখছে। আমাদের পরিকল্পনা অনুর্ধ্ব ১৯ হতে উর্ধ্ব বয়সি খেলোয়াড়দের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ বিসিবির অন্যান্য দলগুলোতে যুক্ত করা।
এছাড়া আগামীকাল বুধবার বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট এর ট্রফি উন্মোচন সহ ৮মে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করা হবে বলেও জানান তিনি।
এসময় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।