পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষক ৯ গ্রেড বাস্তবায়নের দাবিতে রংপুরের পীরগঞ্জে গুলশান মোড়ে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ। বুধবার বিকারে -এ মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক সহকারি শিক্ষক অংশ নেন। মানববন্ধন কর্মসূচী পালন শেষে শিক্ষকদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইকবাল হাসান বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খন্দকার এরশাদুন্নবী সাধারণ সম্পাদক খোয়ালেকুজ্জামান, শিক্ষক নেতা রোকসানা পারভীন, শেফাউল ইসলাম বক্তব্য রাখেন। সরকারী শিক্ষকগণ বলেন দ্রুত গ্রেড নিরসনে ২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকের সহকারি শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করছেন।