ঢাকাThursday , 8 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা

Mahamudul Hasan Babu
May 8, 2025 3:11 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং নানা আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে জেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান সিফাত মেহনাজ।

পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. তরিকুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের ইউনিট লেভেল অফিসার সাব্বির হোসেন, যুব প্রধান শান্ত প্রমুখ।

এছাড়াও এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের আর সি ওয়াই আব্দুল্লাহ আল মামুন, সদস্য মোঃ ফয়সাল হোসেন, মোঃ নাসির হাসান, ওবায়দুল্লাহ, ফারহান ইসরাকসহ স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।