জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:গরমে একটু স্বস্তি দিতে মাদারীপুরের রাজৈরে কৃষকদের মাঝে ধানক্ষেতে ঘুরে ঘুরে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। শনিবার দিন ব্যাপি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত সাবেক এমপি প্রার্থী মিল্টন বৈদ্য মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামে বিলে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।
তিনি বলেন, বিশুদ্ধ পানি ও স্যালাইন গরমে একটু স্বস্তি দিতে পারে কুষকদের। তাদের স্বস্তির কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছি। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সাথে ছিলেন।