নাটোর প্রতিনিধি:নাটোরের নলডাঙ্গা উপজেলার অগ্রগামী কৃষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, বেসরকারি সংস্থার প্রতিনিধির সমন্বয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার (১৪ মে)সকল ১০ টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুল ইসলাম খান।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরী সেশন পরিচালনা করেন পার্টনার রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ – মোঃ আঃ লতিফ৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে, পার্টনার কিভাবে কৃষক মাঠ স্কুল থেকে কৃষক সেবা কেন্দ্র গড়ে তুলবে, কিভাবে কৃষক নিরাপদ ও মানসম্মত ফসল বিদেশে রপ্তানি করতে পারবে তা তুলে ধরেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোয়ার হোসেন ৷
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্সসি ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন ও সঠিক ও উন্নত জাতের বীজের ব্যবহার, পরিমিত পরিমাণে সার ও কীটনাশক প্রয়োগ পদ্ধতি ও আধুনিক কৃষি যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের আরও সচেতন করে তুলতেই এই সভা অনুষ্ঠিত হয়েছে ।
পার্টনার কংগ্রেস এর আওতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ),ডিএই কল্যাণ প্রসাদ পাল , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভা পৌর প্রশাসক মোঃ আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পবিত্র কুমার, উপজেলা বিআরডিবি অফিসার মোস্তফা সারোয়ার শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও ) মোঃ হাসিবুল হাসান সুজন, সদর উপজেলা সমবায় অফিসার মঞ্জিরা পারভিন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসাইন ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম নাহিদ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক বিএনপির সভাপতি এম এ হাফিজ,উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা .মোঃ ফজলুর রহমান প্রমূখ৷