ঢাকাWednesday , 14 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

Mahamudul Hasan Babu
May 14, 2025 10:56 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: গাছের নিচে পড়ে থাকা লিচু কুড়িয়ে খাচ্ছিলেন তিন বছরের শিশু সিয়াম আলী (৩)। গলায় আটকে গেলে স্বজনরা নিয়ে যায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে সিয়ামের পরিবারে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে।  মৃত সিয়াম ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী রসেদা বেগম জানান, বাড়ীর আঙিনায় লিচু গাছের নিচের খেলা করছিল সিয়ামসহ অন্য শিশুরা। এ সময় গাছের নিচে পড়ে থাকা লিচু কুড়িয়ে খাওয়ার সময় গলায় আটকে যায় সিয়ামের। অন্য শিশুরা চিৎকার দিলে সিয়ামকে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সিয়ামের বাবা ও প্রতিবেশীরা। চিকিৎসক সেখানে সিয়ামকে মৃত ঘোষণা করে।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান সজিব বলেন, হাসপাতালে পৌছানোর আগেই শিশুটি মারা গেছে। ইমারজেন্সি বিভাগে শিশুটির গলায় লিচু বের করেছে চিকিৎসক। গলায় দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে মৃত্যু হয় শিশুটির।
সিয়ামের চাচাতো বড় ভাই মামুনুর রশিদ জানান, দুলালের দুটি ছেলের মধ্যে ছোট সিয়াম। ছেলেক হারিয়ে পুরো পরিবার কান্নায় ভেঙ্গে পড়েছে।