ঢাকাWednesday , 14 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস দখলে নিয়েছে ‘জুলাই যোদ্ধা’ সংগঠন 

Mahamudul Hasan Babu
May 14, 2025 11:59 am
Link Copied!

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় অবস্থিত একসময়ের প্রভাবশালী রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কার্যালয় দখলে নিয়েছে সংগঠন ‘জুলাই যোদ্ধা’।
বুধবার দুপুর ১টা ১০ মিনিট থেকে ২টা পর্যন্ত, সংগঠনটির আহ্বায়ক মো. রায়হানের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল কার্যালয়ের তালা ভেঙে ভবনে প্রবেশ করে এবং নিজদের দখলে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ‘জুলাই যোদ্ধা’ নামের সংগঠনের একদল সদস্য হঠাৎ করেই তালাবদ্ধ কার্যালয়ে উপস্থিত হয়ে তালা ভাঙে। এরপর ভবনের ভেতরে প্রবেশ করে নিজেদের ব্যানার টানিয়ে দেয়। পরে তাঁরা ভবনের এক কক্ষে অফিস স্থাপন এবং অন্য কক্ষে জিমনেসিয়াম তৈরির ঘোষণা দেয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য দুলাল ইসলাম, রুবেল ইসলাম, তোফাজুল ইসলাম এবং সবুজ।
তাঁরা জানান, এখনো ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি, তবে অচিরেই তা প্রকাশ করা হবে।
সংগঠনটির আহ্বায়ক মো. রায়হান বলেন, “নিষিদ্ধ রাজনৈতিক দলের এই কার্যালয় বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আজ থেকে এটি আমাদের দখলে। এখান থেকেই আমরা উন্নয়নমূলক কার্যক্রম চালাব এবং দেশের কল্যাণে কাজ করব।”
তবে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।