Sat. Nov 23rd, 2024

পঞ্চগড়ে এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পঞ্চগড় প্রতিনধি:জ্ঞানের আলোয় খুঁজি সপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনারা এই শ্লোগানে পঞ্চগড়ে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান এই সংবর্ধনার আয়োজন করেন।
অনুষ্ঠানে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মহর আলী,  কামাত কাজলদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্যোশে বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। সমাজের নানা অনাচার, অপকর্ম দূর করতে ভূমিকা রাখতে হবে। সকলকে মাদক থেকে দুরে থাকতে হবে। সেই সাথে কেউ যেন মাদকের প্রতি ঝুঁকে না যায় সেজন্য তাদেরকে সর্তক করতে হবে, বোঝাতে হবে। বাবা মা ও শিক্ষকদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার আহ্বান জানান বক্তারা।
পরে অতিথিরা সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের হাতে দেন।

Related Post

Leave a Reply