পঞ্চগড় জেলা প্রতিনিধি, : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রামানিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ১৫ মিনিটে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামারে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও অনেক নাতি-নাতনি রেখে যান। তার জানাযার নামাজ বাদ আসর ১১ মাইল চক্ষু হাসপাতাল সংলগ্ন পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত হবে। জানাযার, সাদ্দাম হোসেনের বাবা আমিনুল হক প্রামানিক দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে দিনাজপুর জেলার অন্তর্গত মুজিব বাহিনীর একটি দলের ডেপুটি কমান্ডার ছিলেন। এছাড়াও তিনি মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও পঞ্চগড় জেলার বোদা উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।