ঢাকাSaturday , 17 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রক্ষা পেয়েছে অর্ধশত মানুষ: বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারের ধাক্কায় নিখোঁজ ১

Mahamudul Hasan Babu
May 17, 2025 8:51 am
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লেগে পিকনিকের ট্রলার ডুবে গেছে। এতে সুমন সিপাহী (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। এ ঘটনায় অর্ধশত মানুষ রক্ষা পেলেও গুরুতর অবস্থায় একজনকে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত ১০ টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সুমন একই এলাকার কালু সিপাহীর ছেলে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১৬ মে) বিকেলে ট্রলার ভ্রমণ ও পিকনিকের আয়োজন করে পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার যুবকরা। এলাকার প্রায় ৫০ জন মিলে ট্রলার ভাড়া করে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে তারা আনন্দ উপভোগ করেন। রাতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারটি ধাক্কা লাগে। সেসময় ট্রলারটি ডুবে গেলে চিৎকার চেচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসে এবং অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করে। কিন্তু সুমন নামে এক যুবক নদের পানিতে নিখোঁজ থেকে যায়। উদ্ধারকৃত কয়েকজন অসুস্থ হওয়ায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ জানান, ট্রলার ডুবির ঘটনায় আহত অবস্থা কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তবে এদের মধ্যে সাফিন মাতুব্বরের অবস্থা গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাফিন সদর উপজেলার আঙ্গুলকাটা গ্রামের বাবুল মাতুব্বরের ছেলে।
এদিকে রাতেই ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা সকালে উদ্ধার কাজ শুরু করার কথা বলে। এতে ক্ষোভ নিখোঁজের পরিবারসহ এলাকাবাসি। তাবে ভোর ৫টা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান জানান, ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসী জানিয়েছেন। রাতে উদ্ধার অভিযান চালানোর মত যন্ত্রপাতি নেই। এজন্য শনিবার (১৭ মে) ভোর থেকে অভিযান শুরু করেছি। সুমনকে না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাবে।